আদি ধর্ম-শাস্ত্র গীতা এবং অন্যান্য যোগশাস্ত্র মতে, এক পরমাত্মার উপাসনা এবং তাকে প্রাপ্ত করার এক নির্ধারিত ক্রিয়া (নিয়ত কর্ম) -এর স্থানে অসংখ্য পূজার প্রথা প্রচলিত আছে। মানুষজন ধর্মের নামে গরু, গাছা পালা, দেবতা, ভুত-ভবানী, ইত্যাদির পূজা করছে। এই সমস্ত কাহিনীগুলি সংগৃহিত করে বইটিতে সংরক্ষণ করা হয়েছে এবং এতে সুস্পষ্ট হয়েছে যে শাশ্বত ধর্ম আসলে কি? ইষ্টদেবতা কে? ভজন কার করবো? এবং কিভাবে করবো? এই গ্রন্থের অধ্যয়ন ও ধ্যানধারণা, প্রাক্তনী কুসংস্কার থেকে মুক্ত মস্তিষ্কের দ্বারা আপনাকে ঝাকুনি দেবে, ভজন কার করবেন, সেটা স্পষ্ট হয়ে যাবে। সাধনা-পথের পথিকের এটা প্রাথমিক বই। অবশ্যই পড়তে ভুলবেন না।